অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুটি প্যাসেঞ্জার ট্রেন


আপাতত ১৪ দিনের জন্য রাজ্যে লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে প্যাসেঞ্জার ট্রেন নিয়ে কিছু জানায়নি রেল। তবে কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন আগেই বাতিল করা হয়েছিল। এবার পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানাল রবিবার থেকে বাতিল করা হল আসানসোল-বর্ধমান এবং অন্ডাল-সাঁইথিয়া মেমু প্যাসেঞ্জার। অনির্দিষ্টকালের জন্যই এই দুই মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। তবে কী কারণে সেই পরিষেবা বন্ধ করা হচ্ছে, তা অবশ্য জানানো হয়নি ওই বিজ্ঞপ্তিতে। তবে ওয়াকিবহাল মহল মনে করছেন করোনা ভাইরাস সংক্রমণের জন্যই বন্ধ রাখা হয়েছে পরিষেবা।

 

এর আগেই পূর্ব রেল বাতিল করেছিল এক জোড়া লালগোলা প্যাসেঞ্জার ও হাওড়া – আজিমগঞ্জ স্পেশ্যাল। পাশাপাশি বাতিল হয়েছে শিয়ালদা – রামপুরহাট এক্সপ্রেস এবং হলদিয়া – আসানসোল স্পেশ্যাল। পাশাপাশি পূর্ব রেল আরেকটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসার দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট (RT-PCR Test) থাকা আবশ্যক। পূর্ব রেল আরও জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.