১৮ বয়সের নীচে করোনা টিকার ছাড়পত্র এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার। ফলে শিশুরা কবে টিকা পাবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এবার শিশুদের জন্য টিকাকরণের উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) বিশেষজ্ঞ কমিটি ভারত বায়োটেককে (Bharat Biotech) ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার ট্রায়ালের ছাড়পত্র দিল। শিশুদের মধ্যে করোনার টিকার কার্যকারিতা এবং প্রতিক্রিয়া খতিয়ে দেখতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। ভারত বায়োটেক সূত্রে জানা যাচ্ছে দ্রততার সঙ্গেই ট্রায়াল চালু করতে চায় তাঁরা। এরপর পরীক্ষা সফল হলে শিশুদেরও করোনার টিকা দেওয়ার ছাড়পত্র দেওয়া হবে। উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে দেশে। আর তাতে শিশুদেরও আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে। এই রিপোর্ট সামনে আসার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। শিশুদের উপর টিকার ট্রায়ালে অনুমতি দেওয়া হয় ভারত বায়োটেককে। জানা যাচ্ছে, দিল্লি ও পটনার এইমস হাসপাতালে ও নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউটে এই পরীক্ষা চালানো হবে।
Thank You for your important feedback