ভিডিও কলে কথা বলার সময়ই রকেট হামলায় প্রাণ গেল ভারতীয় মহিলার

স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময়ই রকেট হামলায় প্রাণ গেল এক প্রবাসী ভারতীয় মহিলার। ঘটনাটি ইজরায়েলের উপকূল শহর অ্যাশকেলোনের। মৃতার নাম সৌম্যা সন্তোষ (৩২)। কেরলের ইদুক্কি শহরের বাসিন্তা ওই মহিলা সেখানে কর্মরতা ছিলেন। প্রায় আট বছর ধরে ইজরায়েলের ওই শহরে আয়ার কাজ করছিলেন সৌম্যা। এক বয়স্ক দম্পতির বাড়িতে দেখাশোনার কাজ করতেন তিনি। মঙ্গলবার তিনি স্বামী ও পরিবারের লোকজনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। সেই সময়ই জোরালো শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। তারপরই বন্ধ হয়ে যায় যোগাযোগ। এরপর বহু চেষ্টা করে সৌম্যার পরিবার যোগাযোগ করেন ইজরায়েলে তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে। তাঁদের কাছ থেকেই জানা যায় অ্যাশকেলোনে রকেট হানা চালিয়েছে জঙ্গি সংগঠন ‘হামাস’। তাতেই মৃত্যু হয়েছে সৌম্যার। এরপরই ইজরায়েল দূতাবাস থেকে সরকারিভাবে খবর দেওয়া হয় কেরলের ইদুক্কিতে সৌম্যার পরিবারের কাছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন। পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, মাসখানেক ধরে ইজরায়েল এবং প্যালেস্তাইনের টানাপোড়েনের জেরে উত্তপ্ত হয়ে আছে জেরুজালেম।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.