কয়লা পাচারকাণ্ডঃ এবার জ্ঞানবন্ত সিংকে তলব করল সিবিআই

কয়লা পাচারকাণ্ডে এবার আরও বড় ধাক্কা, রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহকে তলব করল সিবিআই। আগামী ৪ মে অর্থাৎ মঙ্গলবারই তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এই মর্মে একটি চিঠি রাজ্য পুলিশের ডিজি-কে পাঠিয়েছে সিবিআই। জানা যাচ্ছে, কয়লা পাচারকাণ্ডে বেশ কয়েকদিন ধরেই রাজ্য পুলিশের বেশ কয়েকজন আধিকারককে জেরা করেছে সিবিআই। পাশাপাশি একাধিক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, জেরায় একাধিক অভিযুক্ত জ্ঞানবন্ত সিংয়ের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি সিবিআই তদন্তে উঠে আসে মূল অভিযুক্ত অর্থাৎ কয়লা পাচারকারীদের সঙ্গে যোগাযোগ ছিল জ্ঞানবন্তের। এবার রাজ্যে ভোটপর্ব মিটতেই তাঁকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আত্মসমর্পন করেছে সিবিআইয়ের কাছে। তাঁকে ৪ বার জেরা করে ফেলেছেন তদন্তকারী আধিকারিকরা। কয়লা পাচারে নাম জড়িয়েছে একাধিক পুলিশ কর্তার। কয়েকদিন আগেই বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিংহকে ডাকা হল তদন্তের স্বার্থে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post