জন্মদিনে মান্না দে

ভারতের সর্বকালের সেরা সংগীত শিল্পী প্রয়াত মান্না দে-র আজ ১০১ তম জন্মদিন। ১৯১৯ সালে উত্তর কলকাতার এক প্রখ্যাত সংগীত পরিবারে তাঁর জন্ম। কাকা কৃষ্ণচন্দ্র ছিলেন তৎকালীন সংগীত জগতের প্রসিদ্ধ শিল্পী। অন্ধ কাকা তথা ‘কানা কেষ্ট’র কাছে প্রাথমিক গানের তালিম মান্নার। তারপর একের পর এক সিঁড়ি টপকে হিন্দি সিনেমা জগতে শচীন দেব বর্মনের সহকারী হিসাবে প্রবেশ করেন তিনি। এদিকে বাংলায় নিয়মিত আধুনিক গান গেয়ে চলেছিলেন। শচীনকর্তা মান্নাকে খুবই সাহায্য করেন এবং বিভিন্ন ছবিতে গানের সুযোগ দেন এবং সেখান থেকে সমস্ত সুরকারের নজরে চলে আসেন মান্না দে।

 

ফাইল ছবি (সূত্র ইন্টারনেট)

৬০-এর দশকে একদিকে উত্তমকুমার অন্য দিকে রাজ কাপড়ের সু নজরে পড়েন মান্না। ফলে বলিউড পেল অসাধারণ সব গান। যদিও শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর দক্ষতা বেশি থাকলেও রাজ কাপুরের কন্ঠে মান্না দে-র গাওয়া বেশ কয়েকটি রোমান্টিক গান আজও বলিউডে চিরস্মরণীয়। মান্নাবাবুর প্রিয় বিষয় ছিল শাস্ত্রীয় সঙ্গীত। এবং সে ব্যাপারেও তিনি সার্থকতা পেয়েছেন। সেসময় বলিউডে একটা কথা প্রচলিত ছিল, যে গান অন্যান্যরা গাইতে পারবেন না, সেটা চোখ বন্ধ করে মান্না দে-কে দিয়ে গাওয়ানো যায়। সবচাইতে বড় কথা, সে যুগে একই সাথে উচ্চারিত ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের নামও। কিন্তু হেমন্তবাবু চিরকাল তাঁর সুরে মান্না দেকে দিয়ে গান করিয়েছেন এবং সেসব গান কালজয়ী হয়েছে। এছাড়া উত্তম কুমারের কন্ঠে মান্না দে-র গাওয়া গান আজও মানুষের মনে স্থান নিয়ে আছে।      

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.