বৃহস্পতিবার রাতের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোড়ার কাজ শেষ হবে

সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার রাত বা শুক্রবার ভোরের মধ্যেই শেষ হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোড়ার কাজ। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (KMRCL) তরফে জানানো হয়েছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরমধ্যেই বউবাজারের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে টানেল বোরিং মেশিন (TBM) উর্বী। সেই সঙ্গেই শেষ হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের বাকি ৮০০ মিটার সুড়ঙ্গ খোড়ার কাজ। প্রসঙ্গত, প্রথম সুড়ঙ্গের কাজ আগেই শেষ হয়েছিল। কিন্তু বউবাজারের কাছে সুড়ঙ্গ খোড়ার সময় ধস নামে। ফলে বন্ধ হয়ে যায় কাজ। পরে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করে শুরু হয় সুড়ঙ্গ খোড়ার কাজ। সেই কাজই শেষের মুখে।

ফলে এবার দ্বিতীয় সুড়ঙ্গ দিয়েও হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে যাবে ফুলবাগান। তবে এখনই শেষ হচ্ছে না পুরো কাজ। KMRCL-এর তরফে জানা গিয়েছে টানেল বোরিং মেশিন চণ্ডী বউবাজারের কাছে আটকে রয়েছে। অন্য টানেল বোরিং মেশিন (TBM) উর্বী গর্ত খুড়তে খুড়তে সেই পর্যন্ত গিয়ে থেমে যাবে। এরপর শুরু হবে দুটি টিবিএম উপরে তোলার কাজ। সেই জন্য চণ্ডী যেখানে আটকে রয়েছে সেখানে তৈরি করা হয়েছে বিশাল একটি গহ্বর। দুটি বিশালকায় মাটি খোড়ার যন্ত্র মাটির উপরে তুলে ফেললেই সুরঙ্গের কাজ সম্পন্ন হয়ে যাবে। KMRCL সূত্রে জানা যাচ্ছে আগামী অক্টোবর মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.