মূল্যবোধের সঙ্গে আপোস নয়, ইস্তফা দিলেন নির্বাচন কমিশনের আইনজীবী


আদালতে সওয়াল-জবাব করাই যাঁর পেশা, তিনিই হার মানলেন নিজের মূল্যবোধের কাছে। তাও আবার খোদ নির্বাচনে কমিশনের আইনজীবী। পদত্যাগ করলেন মোহিত ডি রাম। ইস্তফাপত্রে তিনি লিখেছেন, ‘বর্তমানে কমিশন যে ভাবে কাজ করছে, তার সঙ্গে নিজের মূল্যবোধ মেলাতে পারছি না’। শুক্রবারই কমিশনের আইন বিভাগের পরিচালনকর্তার কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন। তবে কমিশনের হয়ে কাজ করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মোহিত। শীর্ষ আদালতে কমিশনের প্যানেলে অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। ২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টে কমিশনের হয়ে প্রতিনিধিত্ব করছেন মোহিত। 

রাজ্য নির্বাচনী আবহে কমিশনের নিরপেক্ষতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। বিজেপি-র প্রতি কমিশন বিশেষ ‘সদয়’ বলে কয়েক মাস ধরেই লাগাতার অভিযোগ। কোভিড বিধি তোয়াক্কা না করে রাজনীতিকদের দেদার জমায়েত নিয়েও আদালতে প্রশ্নের মুখে পড়ে কমিশন। মাদ্রাজ কোর্ট এ নিয়ে তিরস্কারও করে কমিশনকে। সাধারণ মানুষের জীবনের মূল্য না দেওয়ায় তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত বলে মন্তব্য করে আদালত।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.