কেজরিওয়ালের পাশে দেশের শীর্ষ আদালত


কখনও অনুরোধ করেছেন কেন্দ্রের কাছে, কখনও অন্য রাজ্যের কাছে অক্সিজেন চেয়ে আর্জি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আশানুরূপ সাড়া মেলেনি। এবার প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন করে মেডিক্যাল অক্সিজেন দেবে কেন্দ্র, এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, দিল্লির অক্সিজেন ঘটতি পূরণ করার জন্য কেন্দ্রকে এগিয়ে আসতে হবে।  কেন্দ্র যদি প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন  সরবরাহ না করে, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট। 

করোনা-ঝড়ে দিল্লিতে ক্রমশ প্রকট হয়েছে অক্সিজেনের সঙ্কট। এঅবস্থায় কেন্দ্রকে দেওয়া দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post