শুক্রবার ভোরে বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। নাগপুরের কাছে বিদর্ভে এক পুলিশি অভিযানে খতম হল ১৩ মাওবাদী সদস্য। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই তাঁরা গড়চিরৌলির পায়দী-কোটমি জঙ্গলে হানা দেয় পুলিশের এক বিশেষ বাহিনী। সেখানে ডেরা বেধেছিল মাওবাদীদের একটা বড় দল। বৃহস্পতিবার রাত থেকেই চলে গোপন অভিযান, ভোরের দিকে শুরু হয় গুলির লড়াই। আচমকা হানায় মাওবাদীরা সুবিধা করতে পারেনি। তাঁরা পালানোর চেষ্টা করতেই পুলিশের গুলিতে মৃত্যু হয় বেশ কয়েকজন মাওবাদী সদস্যের। এখনও পর্যন্ত জানা যাচ্ছে মোট ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশের তরফে জানা যাচ্ছে, বড়সড় নাশকতার ছক করছিল মাওবাদীরা। পায়দী-কোটমি জঙ্গলে আসার কথা ছিল মাওবাদী সংগঠনের নেতা কাসানসুর দালামেরও। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরই পরিকল্পনা করে মহারাষ্ট্র পুলিশ। সেইমতো শুরু হয় অভিযান। শুক্রবার ভোর থেকে শুরু হয় মূল অভিযান, সকাল ১০টা নাগাদ পুলিশ জানায় এখনও পর্যন্ত ১৩ মাওবাদীর মৃত্যু হয়েছে। তবে মহারাষ্ট্র পুলিশের বক্তব্য, বড়সড় নাশকতার ছক বানচাল করতে সক্ষম হয়েছেন তাঁরা।
মহারাষ্ট্র পুলিশের বড় সাফল্য, ১৩ মাওবাদী খতম
0
May 21, 2021
Tags
Thank You for your important feedback