কর্মহীন হচ্ছেন আরও মানুষ

২০২০ করোনা আবহে বহু মানুষের চাকরি গিয়েছে ফলে কর্মহীন হয়েছেন অগণিত মানুষ। প্রথমবারের লকডাউনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, বাড়িতে থাকুন এবং বাড়িতে বসে কাজ করুন। কিন্তু সেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে গিয়েই চাকরি গিয়েছে বহু মানুষের। ব্যবসা মন্দ ছিল বাস্তব, কিন্তু জুলাই থেকে যানবাহন চালু হওয়ার পরও কিন্তু কাজ ফেরত পাননি বেশির ভাগ মানুষ। এই বছর বহু রাজ্যে সরাসরি লকডাউন লাগু করেছে গত এপ্রিল থেকে। এ বাংলাতেও পরোক্ষভাবে আটকানো হচ্ছে দোকান থেকে অফিস। কার্যত যারা কাজে যুক্ত ছিল এবারে তাদের জীবনেও অনিশ্চেয়তা আসছে। এই ভয়াবহ অবস্থা থেকে সমাধান পাওয়া যাচ্ছে না যা প্রথম বিশ্বের দেশগুলি করেছিল।   


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.