হেমতাবাদে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু সহ মৃত একই পরিবারের ৫ জনের

বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হল। এরমধ্যে দুটি শিশুও রয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ভরতপুর গ্রামের। এই ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার ভোর তিনটে নাগাদ প্রতিবেশীরা আগুন দেখতে পান। খবর যায় দমকল ও পুলিশে। প্রথমে এলাকাবাসীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। একজন অগ্নিদগ্ধ অবস্থায় কোনও রকমে ঘর থেকে বেরিয়ে আসেন, তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরে মারা যান। আগুন নেভার পরও ওই বাড়ি থেকে দুই শিশু সহ চারজনের দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। 

 


এলাকাবাসী এবং ওই পরিবারের আত্মীয়দের দাবি, ওই পরিবারের এক শিশুকন্যা অগ্নিদগ্ধ অবস্থায় বাইরে বেরিয়ে এলে তাঁর মুখেই জানা যায় পরিবারের কর্তা রাম ভৌমিক নিজেই পরিবারের সবার গায়ে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুটির চিকিৎসা চলছে। আত্মীয়দের দাবি, অভাব অনটন থেকেই সপরিবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাম ভৌমিক। ইদানিং রাম ভৌমিক কোনও কাজ করছিলেন না। পাশাপাশি তাঁর ঋণও ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হেমতাবাদ থানার পুলিশ ও স্থানীয় বিডিও লক্ষ্মীকান্ত রায়। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে আগুন লাগার প্রকৃত কারণ জানতে। তবে ঠিক কী হয়েছিল সেটা জানতে তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.