ভারতে লাগামছাড়া করোনা সংক্রমণ, মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ

 


কোভিডের কামড়ে জেরবার গোটা দেশ। মাত্রাছাড়া সংক্রমণ অব্যাহত। দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৩ লাখ ৫৭ হাজার ২৯ জন দেশবাসী। মঙ্গলবার সাড়ে তিন হাজারের সামান্য নীচে নেমেছে মৃত্যু সংখ্যা। একদিনে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ২ লাখ ২২ হাজার ৪০৮ জন মানুষ। পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩। তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ২০ হাজার ২৮৯ জন মানুষ।


মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতে দৈনিক আক্রান্তের সংখ্যা কয়েক দিনে সামান্যই কমেছে। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন আক্রান্ত ৫০ হাজারের নীচে। দিল্লিতেও তা নেমে ২০ হাজারের নীচে। ভয়াবহ করোনা আবহেই দেশে চলছে টিকাকরণ। একদিনে টিকা পেয়েছেন ১৭ লাখ ৩৪ হাজার ৭১৪ জন। মোট টিকা দেওয়া হয়েছে ১৫ কোটি ৮৯ লাখ মানুষকে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post