কিছুটা সুস্থ সুব্রত, তবে অক্সিজেন সাপোর্টেই মদন

নারদ মামলায় সিবিআয়ের হাতে ধৃত রাজ্যের চার নেতা-মন্ত্রী জেলে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। ফলে ফিরহাদ হাকিম বাদে তিনজন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করতে হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। মদন মিত্রর তাঁর উচ্চ শর্করা রোগ রয়েছে। এ ছাড়াও সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপালালে ভর্তিও হয়েছিলেন।  এবারে দুর্বল শরীরের মদন মিত্র জেল যাত্রার পর ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন। ফলে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মদন মিত্রকে শ্বাসকষ্ট  না কমায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে এসএসকেএম সূত্রে খবর। তাঁর গলায় টিউমার ধরা পড়েছে। তাই কলকাতা হাইকোর্টের গৃহবন্দীর রায় পাওয়ার পরও এখনও পর্যন্ত তিনি বাড়ি ফিরতে পারেননি। 


 পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের রক্তচাপের সমস্যা থাকায় তিনিও ওই হাসপাতালে ভর্তি। জানা যাচ্ছে তাঁর অবস্থা স্থিতিশীল, কিন্তু গলায় সমস্যা থাকায় তাঁকে তরল খাদ্য দেওয়া হচ্ছে। এসএসকেএম সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের হৃদযন্ত্রের গতি স্বাভাবিক নয়। তাই তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি করা হবে। কিন্তু ঘূর্ণিঝড়ের সময় দফতরের কাজকর্ম যাতে ব্যহত না হয় তার জন্য বাড়ি ফিরতে চান প্রবীন নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। কিন্তু ছুটি দিতে নারাজ চিকিৎসকরা। যদিও সুব্রতবাবুর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে মেডিকেল বোর্ড আলোচনায় বসছে। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।      

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.