গুরুতর অসুস্থ মদন, সুব্রত ও শোভন হাসপাতালেই

নারদ মামলায় ধৃত চার নেতাই অসুস্থ। তবে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম অসুস্থ হলেও প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন। কিন্তু বাকি তিন নেতা মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায় ভর্তি কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। শুক্রবারই কলকাতা হাইকোর্টের নতুন রায় এসেছে। তাতে তাঁদের শর্তসাপেক্ষ জামিন হলেও সিবিআইয়ের নজরদারিতে গৃহবন্দি থাকতে হবে। কিন্তু এই তিন নেতা এতটাই অসুস্থ যে তাঁদের হাসপাতাল থেকে ছাড়া সম্ভব নয়। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।  মদন মিত্র হাই সুগার রোগে আচ্ছন্ন। তাঁর COPD সমস্যাও রয়েছে। আবার সম্প্রতি করোনা হওয়ার পর তাঁর ফুসফুসে গভীর ক্ষত পাওয়া গিয়েছে। ফলে শ্বাসকষ্ট বেড়েছে। তাই মদন মিত্রর অক্সিজেন থেরাপি চলেছে। দেওয়া হচ্ছে সি-প্যাপ। সূত্রের খবর, শুক্রবার তাঁর অবস্থার অবনতি হয়েছে। 


অপরদিকে, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সিরোসিস অফ লিভার ধরা পড়েছে।  এর সাথে রয়েছে হাই সুগার। জানা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায়েরও COPD সমস্যা রয়েছে। তাঁর অবস্থাও স্থিতিশীল নয় | পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের হাইপার টেনশনের সমস্যা সঙ্গে COPD সমস্যা রয়েছে। ফলে সুব্রত এবং শোভনকে নেবুলাইজার দেওয়া হয়েছে। ফলে গৃহবন্দির নির্দেশ থাকা সত্বেও হয়ত তাঁদের হাসপাতালেই থাকতে হবে আপাতত। একমাত্র ব্যাতিক্রম ফিরহাদ হাকিম। সামান্য অসুস্থতা থাকলেও আদালতের রায়ে আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগার বাড়ি ফিরতে পারবেন তিনি।  
 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.