বৃহস্পতিবার দুপুরে আচমকাই আগুন লাগল পার্কস্ট্রিটের এক বহুতলে। খবর পেয়েই একে একে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১০টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। রাজ্যজুড়ে চলছে কার্যত লকডাউন। এই পরিস্থিতিতে খুব কম সংখ্যক অফিস খোলা, লোকজনও খুব কম। এদিন দুপুরে কলকাতার এপিজে স্কুলের কাছেই ১১৩ নম্বর পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বেসরকারি সংস্থার ভবনের চার তলায় আগুন লাগে।
জানা যাচ্ছে ওই বহুতলে একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। তবে খুব কম সংখ্যক লোক থাকায় তাঁদের দ্রুত সেখান থেকে বের করে আনা হয়েছে। আগুন নেভানোর জন্য দমকলের হাইড্রোলিক ল্যাডার নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ ওই বহুতলের চারতলা থেকে ধোঁয়া বের হতে দেখতে পান এলাকার মানুষ। তাঁরাই খবর দেয় পুলিশ এবং দমকলে। জানা যাচ্ছে, আগুন এখনও নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রনে আনতে।
Post a Comment
Thank You for your important feedback