ভোট মিটতেই নবান্নের রোষে ২ জেলার পুলিশ সুপার

কয়লাপাচারকাণ্ডে নাম জড়ানোয় কম্পালসারি ওয়াটিং-এ পাঠানো হল বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে। জেলার নতুন পুলিশ সুপার করা হল শ্যাম সিং-কে।  এর আগে বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর রাজ্য প্রশাসনে একাধিক রদবদল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিকাণ্ডের জেরে তাৎপর্যপূর্ণভাবে সরিয়ে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয় কে কান্নানকে। 

দিন কয়েক আগে কয়লাপাচারকাণ্ডে না্ম জড়িয়েছিল বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের। সিবিআই সূত্রে খবর, একাধিক অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানোর সময় বাঁকুড়ার পুলিশ সুপারের নাম উঠে আসে। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। 

অন্যদিকে রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলিতে ৪ জনের মৃত্যু ও একজনের আহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ ওঠে। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরের দাবি ছিল,
‘শীতলকুচিতে আত্মরাক্ষার্থেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অগ্নিসংযোগ ও ইভিএম লুঠের পরিস্থিতি তৈরি হয়েছিল’। প্রসঙ্গত নির্বাচনের ঠিক আগেই তাঁকে কোচবিহারের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছিল। বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়ের পর দিনই মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে সেই শীতলকুচিকাণ্ডের কথা মনে করিয়ে দেন। পুলিশকে রাজধর্ম পালনের পাশাপাশি কড়া বার্তা দেন কোচবিহারের পুলিশ সুপারকেও। আর তারপরই এই বদলির সিদ্ধান্ত নবান্নের। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post