নারদ মামলাঃ আজ হচ্ছে না শুনানি, বাড়ল হেফাজতের মেয়াদ

অনিবার্য কারণে বৃহস্পতিবার হচ্ছে না নারদ মামলার শুনানি। ফলে আপাতত চার হেভিওয়েট নেতার জেল হেফাজতের মেয়াদ বাড়ল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল বিশেষ কারণে আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না। তাই নারদ মামলার শুনানি বৃহস্পতিবারের মতো স্থগিত থাকবে। আইনজ্ঞদের মতে, ধৃত চার নেতা – ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়দের আরও একদিন বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে। প্রথমে ঠিক ছিল বৃহস্পতিবার দুপুরে ফের নারদ মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। আপাতত রাজ্যবাসীর নজর আদালতের দিকেই ছিল। রাজ্যের চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর ভাগ্য নির্ধারণ কী আজ হবে? নাকি জেলেই থাকতে হবে তাঁদের। কিন্তু অনিবার্য কারণে বিচারপতিরা উপস্থিত থাকতে পারছেন না বলে আপাতত বৃহস্পতিবার শুনানি হচ্ছে না কলকাতা হাইকোর্টে। 

পাশাপাশি ধৃত চার নেতার শারীরিক পরিস্থিতির উপরও নজর রাখছেন চিকিৎসকরা। বুধবার জামিন মামলার শুনানি না শেষ না হওয়ায় এখনও জের হেফাজতেই রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। এদের মধ্যে তিন জন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। শুধুমাত্র মন্ত্রী ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেলে রয়েছেন। চারজনেরই করোনা পরীক্ষা করা হয়েছিল, চারজনই নেগেটিভ। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা যাচ্ছে, বুধবার হালকা জ্বর ছিল ফিরহাদ হাকিমের। জেলের হাসপাতালেই তাঁর চিকিৎসা হয়। তবে বৃহস্পতিবার তাঁর জ্বর নেই। রাতে স্বাভাবিক খাবারই খেয়েছেন তিনি। অপরদিকে, এসএসকেএম হাসপাতালে সুব্রত, মদন এবং শোভনের চিকিৎসা চলছে, তাঁদের উপর নজর রাখছেন চিকিৎসকদের প্যানেল। ওই তিন নেতারই রক্তচাপ ওঠানামা করছে। মদন মিত্রকে টানা অক্সিজেন দিতে হচ্ছে, তাঁর বাইপ্যাপও দিতে হয়েছে। আইনজ্ঞদের মতে বৃহস্পতিবারও যদি শুনানি শেষ না হয় তবে তাঁদের আরও বেশি সময় জেল হেফাজতে থাকতে হবে। ফলে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে শুরু হওয়া শুনানির দিকে তাঁকিয়ে রয়েছে গোটা বাংলা।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post