জলমগ্ন কলকাতায় রাজভবনের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু পথচারীর

মঙ্গলবার দুপুর থেকেই প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন কলকাতার বিস্তৃর্ণ এলাকা। এরমধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অফিস থেকে বাড়ি ফেরার পথেই রাজভবনের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারীর। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে, এদিন প্রবল বর্ষণের পর জলমগ্ন হয়ে পড়ে রাজভবনের সামনের রাস্তা। সেখান দিয়েই কোনও রকমে বাড়ির পথ ধরেছিলেন অফিস ফেরত যাত্রীরা। রাজভবনের সামনে থাকা ল্যাইটপোস্ট ছুঁতেই ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান এক পথচারী। দীর্ঘক্ষণ ওই জমা জলেই পড়ে থাকে তাঁর দেহ। কেউ সাহস করে ছুঁতেই ভয় পাচ্ছিলেন বিদ্যুৎপৃষ্ট হওয়ার ভয়ে। খবর যায় পুলিশ এবং দমকলে। পড়ে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যাক্তিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি জাভেদ শামিম। তিনি জানান নাম পরিচয় জানা যায়নি, তবে ওই ব্যক্তির পকেটে একটি কার্ড পাওয়া গিয়েছে তাতে ঋষভ মণ্ডল নাম লেখা আছে, ফরাক্কার একটি ঠিকানাও আছে। তবে এখনই বলা যাবে না এটাই তাঁর নাম। 



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.