আশার আলো, দেশে দৈনিক সংক্রমিতের থেকে সুস্থ হলেন বেশি মানুষ

ভারত করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জেরবার। দৈনিক সংক্রমণের হার চার লাখ ছাড়িয়ে গিয়েছিল। তবে এখন সেটা সাড়ে তিন হাজারের নীচে নেমে এসেছে। তবে আশার আলো এই যে দৈনিক সংক্রমিতের চেয়ে দেশে সুস্থ হলেন আরও বেশি করোনা আক্রান্ত ব্যক্তি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন। তবে একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪২০৫ জনের। যেটা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষজ্ঞ এবং চিকিৎসক মহলের একাংশ মনে করছেন সংক্রমণের সর্বোচ্চ শিখর ছুঁয়ে এখন সেটা ধীরে ধীরে নামছে। তবে বিপক্ষ মতও আছে, একাংশের দাবি, সংক্রমণের সর্বোচ্চ হার এখনও বাকি। তবে সুস্থতার হার বাড়ায় কিছুটা স্বস্তি চিকিৎসক মহলে। 


এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ৪ হাজার ৯৯ জন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। ২ থেকে ৮ মের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পজিটিভ হচ্ছেন প্রায় ২২.৭ শতাংশ মানুষ। এই সমস্ত এলাকায় টিকাদানের হার অনেকটাই কম বলেই জানা গিয়েছে। ফলে টিকাদানে জোর দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ মে, বুধবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনের। অপরদিকে এখনও পর্যন্ত ১৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৯৯১ জন  ভারতবাসী টিকা পেয়েছেন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.