দুই উৎসব একই দিনে পালিত হচ্ছে

 

 বঙ্গ সন্তানরা চিরকালই ধর্মনিরপেক্ষ | রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ এবং সেই পথ ধরেই চলেছে বাঙালি, মিলেমিশে একসাথে | ক্ষনিকের পদস্খলন হলেও মানব ধর্ম পালন করেছে হিন্দু, মুসলমান, ক্রিশ্চানদের বাংলা | আজ খুশির  ঈদ, ধর্মমত  নির্বিশেষে পালিত হচ্ছে দিনটি | তবে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে হৈচৈ বাদ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে পালিত হচ্ছে বারো মাসের তেরো পার্বনের অন্যতম দিন 'ঈদ' | পাশাপাশি আজ অক্ষয় তৃতীয়া | হিন্দুদের কাছে অতি পবিত্র দিন বিশেষ করে ব্যবসায়ীদের কাছে | গনেশ লক্ষী পুজো দিয়ে শুরু হয় ব্যবসায়ীর নতুন দিন কিন্তু তারাও সন্তর্পনে করোনা আবহকে মাথায় রেখে নীরবে পালন করছে দিনটি | এটাই বাংলার সংস্কৃতি |                        

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post