দেশে দ্বিতীবার করোনার স্ট্রেন বেড়েই চলেছে। এদিকে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ৫ দিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লাখের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। এদিকে টানা তিনদিন দৈনিক মৃত্যুর সংখ্যা ও বেড়েছে। ৮ হাজার ছুঁয়েছে দৈনিক মৃত্যু।যদিও বৃহস্পতিবারের তুলনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম। দেশে শুরু হয়ে গেছে টিকাকরণ। যদিও কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে দেশের বাজারে মিলবে করোনা টিকা স্পুটনিক ভি। তা দিয়েও টিকাকরণের কাজ শুরু হবে। তবে দেশের একাদিক জায়গায় মিলছেনা টিকা। উৎপাদনের হার বাড়ছেনা। টিকার যোগান তুলনামূলক কম। এদিকে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রেও নজর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বাড়ছে লকডাউনের সময়সীমা। তবে এই দ্বিতীয় করোনার স্ট্রেন সামলাতে তৎপর ভারত।
Post a Comment
Thank You for your important feedback