একদিকে কোভিডের কামড়, অন্যদিকে অমিল ভ্যাকসিন। এ যেন জলে কুমির ডাঙায় বাঘের মত। করোনার বাড়বাড়ন্তে টিকা সঙ্কটে রীতিমত আতঙ্কে রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। দৈনিক মৃত্যু প্রায় একশ ছুঁইছুঁই। কিন্তু কোভিড ঠেকাতে সরকারি হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। অন্যান্য টিকাকরণ কেন্দ্রেও ভ্যাকসিনের আকাল। সকাল থেকেই টিকার আশায় হাসপাতালে হাসপাতালে লম্বা লাইন পড়ে। অন্যান্য টিকাকরণ কেন্দ্রেও একটি অবস্থা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়ছে মানুষ।
করোনার আক্রমণ ঠেকাতে টিকাকরণ চললেও রাজ্যে নেই পর্যাপ্ত ভ্যাকসিন। কলকাতা মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে টিকাকরণ। নেই কোভিশিল্ড বা কোভ্যাকসিনের মত টিকা। রীতিমত নোটিশ দিয়ে করে বন্ধ হয়েছে টিকা। এসএসকেএমে হাসপাতালেও টিকার জন্য সাতসকাল থেকেই লম্বা লাইন পড়ে। বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধারাও। মেলেনি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজই। টিকা না পেয়ে অপেক্ষাই সার। রাজ্যে টিকার হাহাকারে চরম হয়রানিতে আমজনতা।
Post a Comment
Thank You for your important feedback