৫ মে সম্ভবত শপথ গ্রহণ দিদির, মন্ত্রীসভায় থাকতে পারে একাধিক চমক

সোমবারই তৃণমূলের জয়ী প্রার্থীরা বৈঠকে বসেছিলেন। এই বৈঠকেই বিধানসভায় দলের পরিষদীয় নেতাকে বেছে নিলেন সদ্য জয়ী বিধায়করা। স্বাভাবিকভাবেই পরিষদীয় দলের সভানেত্রী বাছা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ফলে মুখ্যমন্ত্রী মমতাই হচ্ছেন। তৃণমূলের পরিষদীয় দল জানিয়ে দিল শপথগ্রহন আগামী ৫ মে অর্থাৎ বুধবার। অন্যান্য বিধায়করা শপথ নেবেন পরের দিন ৬ মে। তবে সবটাই ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরেই বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠকে বসেন তৃণমূলের সদ্য বিজয়ী বিধায়করা। সেখানে পরিষদীয় দলের নেত্রী নির্বাচন করা ছাড়াও আলোচনা হয় স্পিকার নিয়ে। বৈঠকে স্থির হয় এবারও বিধানসভার স্পিকার হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হবে। তিনি নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রোটেম স্পিকার হিসেবে সভা পরিচালনা করবেন বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। 

 

তৃণমূল ভবনে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে পরের দিকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, তিনি দলীয় বিধায়কদের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের নিজের এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, নন্দীগ্রাম থেকে এবার হেরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কিভাবে শপথ নেবেন? এই প্রশ্নের উত্তরে বর্ষীয়ান বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় জানিয়ে দেন, যে কোনও প্রতিনিধি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। তবে ছয় মাস পরেও তিনি কাজ চালিয়ে গেলে তাকে রাজ্যের কোনও একটি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসতে হয়। তবে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মন্ত্রীসভায় থাকতে পারে একাধিক চমক। কারণ এবার কয়েকজন মন্ত্রী হেরে গিয়েছেন। তাঁদের জায়গায় আনা হবে নতুন মুখ।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.