গোটা বাংলার নজর নন্দীগ্রামের দিকে। হাইভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রে এবার
তৃণমূল এবং বিজেপির প্রেস্টিজ ফাইট। তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে
নন্দীগ্রামে। প্রথমদিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু
অধিকারী। তিনি চতুর্থ রাউন্ডের শেষে ৮,২০০ ভোটে এগিয়ে ছিলেন। পিছিয়ে
পড়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা এখনও অনেকটাই বাকি, তবে
শুভেন্দুর লিড শুরু হতেই উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু বেলা
বাড়তেই ধীরে ধীরে লিড কমিয়ে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১২
রাউন্ডের শেষে হাইভোল্টেজ নন্দীগ্রামে ৪৭০০ ভোটের লিড পেয়েছেন মমতা
বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন পিছিয়ে পড়ার পরও জানান, ‘সময় গড়ালে
নন্দীগ্রামে এগিয়ে যাব’। সেটাই মিলতে শুরু করেছে। যদিও এখনও বেশ কয়েক
রাউন্ড গণনা বাকি। যদিও বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এদিন
সকালেই বলেছিলেন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতবেন। বিজেপি এবার একক
সংখ্যাগড়িষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসবে।
বেলা গড়াতেই নন্দীগ্রামে এগোলেন মমতা
0
May 02, 2021
Tags
Thank You for your important feedback