দলের সাংগঠনিক নির্বাচন

দলের সাংগঠনিক নির্বাচন হবেই তবে সেটা সহমতের ভিত্তিতে, মঙ্গলবার কলকাতায় বিজেপির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে জানালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি ফের বলেন, সদস্যতা অভিযানে পশ্চিমবঙ্গ প্রথম। আশি লাখ আমরা পার করে গেছি তবে অনেক জেলা টার্গেট পার করতে পারিনি। ফলে কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা বলেছি আমাদের সময় দেওয়া হোক। তিনি আরও জানান, যেখানে যেখানে বেশি সংঘর্ষ চলেছে সেখানেই বেশি সদস্য হয়েছে বিজেপিতে। এদিনের বৈঠকে দলের প্রত্যেক সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিরা উপস্থিত ছলেন। এদিনের বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর থেকে বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হবে। তারজন্য এদিন থেকে প্রশিক্ষণ শুরু হলো বিজেপির কার্যকর্তাদের। ১৫০ জন কার্যকর্তাকে ডাকা হয়েছিল এদিন। তাঁরাই জেলায় জেলায় বিজেপির নির্বাচন প্রক্রিয়া সংগঠিত করবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এরপরই তিনি দলের প্রত্যেক সদস্য ও নেতাদের উদ্দেশ্যে বলেন, এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। সাংগঠনিক নির্বাচনে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব ও মারামারি যে তিনি বরদাস্ত করবেন না সেকথাও এদিন স্মরণ করিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। অনেকে অন্য পার্টি থেকে মুক্ত হতে চাইছেন, অনেক বন্ধুরা এসেছেন তাদের কাজে লাগাতে হবে বলেও নিদান দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তবে তিনি সকলের উদ্দেশ্যেই জানিয়েছেন, এমন কোনো কাজ করবো না যাতে পার্টি নাম খারাপ হয়। আর নতুন সদস্যদেরও দলের সাংগঠনিক কাজে সুযোগ করে দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post