শ্মশানঘাটকেও ছাড়ছে না চোরের দল, শোকের ভারি পরিবেশের সুযোগ নিয়ে হাত সাফাই করেছেন মোবাইল ফোন। তাও আবার এক-দুটো নয়, এক্কেবারে ১১টি মোবাইল ফোন চুরি গিয়েছে একসাথে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা হেভিওয়েট বিজেপি নেতা অরুন জেটলির শেষকৃত্যে। আর চুরি যাওয়া ফোনের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে ভেভিওয়েট ব্যক্তিত্বদের নাম। যারমধ্যে রয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র মোবাইলটিও। গত রবিবার দিল্লির নিগমবোধ শ্মশানঘাটে প্রয়াত অরুন জেটলির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে তখন ছিলেন হেভিওয়েট নেতা-মন্ত্রী সহ অন্যান্য ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আর এরই সুযোগ কাজে লাগিয়ে নিজের কার্যসিদ্ধি করল চোরের দল। বাবুল সুপ্রিয় ছাড়াও মোবাইল চুরি গিয়েছে পতঞ্জলি গ্রুপের মুখপাত্র এসকে তিজরাওয়ালেরও। তিনি ট্যুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করেই লেখেন, যখন আমরা অরুন জেটলিজিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছি, যে ফোন থেকে এই ছবিটি তুলছি সেটিও আমায় শেষ বিদায় জানিয়ে চোরের খপ্পরে পড়েছে। পড়ে নিজের হারানো ফোনের লোকেশনও শেয়ার করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অনেকেই মোবাইল চুরির অভিযোগ দায়ের করেছেন। দিল্লি পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback