জি-৭ বৈঠকে দেশের হয়ে সফল দৌত শেষ করে দেশে ফিরেছেন মঙ্গলবার ভোররাতেই। সকাল হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছুটলেন সদ্য প্রয়াত প্রিয় বন্ধু অরুন জেটলির বাড়িতে। ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বন্ধুর ছবিতে, কথা বললেন তাঁর ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে। উল্লেখ্য অরুন জেটলি গত ২৪ আগষ্ট দিল্লির এইমস-এ প্রয়াত হন। তখন প্রধানমন্ত্রী বিদেশ সফরে বাহরিনে রয়েছেন। এরপরই তাঁর গুরুত্বপূর্ণ জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু প্রিয় বন্ধু তথা দীর্ঘ রাজনৈতিক জীবনের সাথি অরুন জেটলির মৃত্যুর খবর পেয়েই দেশে ফিরতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেইসময় তাঁকে নিরস্ত করেন জেটলির পরিবারই, তাঁদের কথাতেই বিদেশ সফর বাতিল করেননি তিনি। এবার সফর শেষ করেই একফোঁটা সময় নষ্ট করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছুটে গেলেন জেটলির বাড়িতে। পাশে থাকার বার্তা দিলেন তাঁর পরিবারের সকলকে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গেই অরুন জেটলির বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Post a Comment
Thank You for your important feedback