বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়ায়। মিছিল নবান্নের অনেকটা আগে মল্লিক ফটকের কাছে বেধড়ক লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। লাঠির ঘায়ে আহত হয়েছেন অসংখ্য বাম সমর্থক। পুলিশের তরফে অভিযোগ, তাঁদের লক্ষ্য করেও ইট-পাথর ছুঁড়েছে বাম সমর্থকরা। লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে প্রথম দফায় মিছিল ছত্রভঙ্গ করা সম্ভব হলেও খানিক পরে ফের মিছিল করে এগোতে থাকেন এসএফআই ও ডিওয়াইএফআই সদস্যরা। ফলে নতুন করে রণক্ষেত্রের চেহারা নেয় মল্লিক ফটক। ফের কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। বাঁধা পেয়ে বঙ্কিম সেতুর দিকে অবস্থান বিক্ষোভ শুরু করেন বাম ছাত্র-যুবরা। জমায়েত হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। আহত হয় দুপক্ষের অনেকেই। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের পাশাপাশি শাসকদলের কর্মীরাও এদিন বিভিন্ন বাড়ির ছাদে বস্তা বস্তা ইট-পাথর নিয়ে হাজির ছিল। সেখান থেকে ইট বৃষ্টি করেছে তাঁরা বলে অভিযোগ তুলছেন এসএফআই-ডিওয়াইএফআই সদস্যরা। আহত হয়েছেন সিএন নিউজের তিন প্রতিনিধি। সিএন নিউজের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারীকে বেধড়ক মারধোর করা হয়েছে। তাঁর ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। প্রসেনজিৎকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চিত্র সাংবাদিক জ্যাকি আহত হয় ড্রেনে পড়ে গিয়ে। খবর সংগ্রহ করতে গিয়ে মার খেতে হয় সিএন-এর প্রতিনিধি ভাস্কর বসুকেও।
Post a Comment
Thank You for your important feedback