দিল্লির এইমসে ২ মাসে আক্রান্ত ৯২





খোদ দিল্লির এইমসেই গত ২ মাসে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। তাঁদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও সাধারণ কর্মীও আছেন। শনিবারই অর্থোপেডিক্সের এক শিক্ষক সম্প্রতি সংক্রমিত হয়েছেন। এইমসের মেডিকেল সুপার ডা. ডি কে শর্মা জানিয়েছেন, ওই শিক্ষক অবশ্য করোনা ইউনিটে ছিলেন না। তারপরই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১০ জনকে। এইমসের হিসেব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে একজন শিক্ষক, দুজন রেসিডেন্ট ডাক্তার, ১৩ জন নার্স, ৪৫ জন নিরাপত্তারক্ষী, ১২ জন সাফাইকর্মী। এছাড়া, রয়েছেন এইমসে কর্মরত টেকনিশিয়ান, আয়া, ডেটা এন্ট্রি অপারেটররাও। এইমসের মেডিকেল সুপার জানিয়েছেন, সবারই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বেশিরভাগই সুস্থ হয়ে কাজে যোগও দিয়েছেন। রোগীদের মুখে মাস্ক লাগাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সীমিতভাবে আউটডোর এবং জরুরি নয় এমন বিভাগ খোলা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post