
লকডাউনের জেরে বন্ধ কাজকর্ম। তাই পেটের দায়ে অন্যের জমিতে বেগুন চুরি করতে গিয়েছিল মুর্শিদাবাদের কৃষ্ণপুরের বাসিন্দা জাইরুল শেখ। ওই জমির মালিক মহসিন শেখ ও তাঁর ছেলে ধরে ফেলে জাইরুলকে। এরপরই বাড়ির ভিতর নিয়ে গিয়ে চাবুক জাতীয় কিছু দিয়ে প্রচন্ড মারধোর করে তাঁকে। অভিযোগ সামান্য বেগুন চুরি করার অপরাধে জাইরুলকে একটি খুঁটির সঙ্গে বেঁধে ব্যপক মারধোর করেছে ওই জমির মালিক। যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। ঘটনাটি লালগোলা থানার কৃষ্ণপুর বাবপুর গ্রামের। কয়েকদিন আগেই মারধোরের ঘটনাটি ঘটেছে। কিন্তু মারধোরের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। সূত্রের খবর, জাইরুল শেখ মারধোরের চোটে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাঁকে প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বহরমপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। কিন্তু কলকাতায় আসার মতো গাড়ি বা অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো টাকা না থাকায় বাড়িতেই নিয়ে যায় অসুস্থ জাইরুলকে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছে সে। জাইরুলের পরিবার পুরো ঘটনা জানিয়ে লালগোলা থানায় লিখিত অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে হুমকির শিকার হচ্ছেন তাঁর পরিবার। অভিযোগ, অভিযুক্ত মহসিন শেখ স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তাঁকে ধরেনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা রকি। তাঁর দাবি, এই ধরনের কোনও ঘটনার কথা আমার জানা নেই। স্থানীয় কংগ্রেস নেতা রবিউল ইসলাম পলাশের দাবি, শাসকদলের ঘনিষ্ঠ হওয়ার জন্যই পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। আইন আইনের পথে চললেই ভালো।
Post a Comment
Thank You for your important feedback