পুলওয়ামায় বানচাল বড়সড় নাশকতার ছক, উদ্ধার ২০ কেজি আইইডি

                    ছবি: বিস্ফোরক বোঝাই গাড়িটিকে ধ্বংস করেছে বম্ব স্কোয়াড

আবারও বড়সড় নাশকতার ছক বানচাল করল জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। ঘটনাস্থল সেই পুলওয়ামা। বিপুল পরিমান বিস্ফোরক নিয়ে একটি গাড়ি পালানোর চেষ্টায় ছিল। নিরাপত্তারক্ষীরা সেই গাড়িটি থামাতেই গাড়ি ফেলে চম্পট দেয় চালক। ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কেজি আইইডি (IED)। বিশেষজ্ঞদের মতে এই পরিমান বিস্ফোরক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারত। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ভুয়ো ছিল। বৃহস্পতিবার সাতসকালেই পুলওয়ামা পুলিশ জানতে পারে যে, এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ঢুকেছে এক জঙ্গি। তখনই ওই সন্ত্রাসবাদীর খোঁজে তল্লাশি শুরু হয়। সম্ভাব্য সব রুটে তল্লাশি চালায় পুলিশ আধাসেনা। সেই সময়ই আচমকা একটি গাড়িকে পালাতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা বাধা দিতেই গাড়ির ভিতর থেকে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় জওয়ানরাও। এই সুযোগেই গাড়িটি ফেলে পালায় চালক। পড়ে ওই গাড়ি থেকে ২০ কেজি আইইডি পায় নিরাপত্তারক্ষীরা। এরপরই গাড়িটি ঘিরে রাখে জওয়ানরা। আশেপাশে বহু বাড়িঘর থাকায় কোনও ঝুঁকি নেয়নি নিরাপত্তাবাহিনী। পরে বম্ব স্কোয়াড এসে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গাড়িটি ধ্বংস করে দেওয়া হয়েছে বিস্ফোরক সমেত। পুলিশ জানতে পেরেছে, ওই গাড়িটিতে একটি স্কুটারের নম্বর প্লেট লাগানো ছিল। ঘটনাস্থলে গিয়েছে এনআইএ গোয়েন্দারা। উল্লেখ্য, গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে একই কায়দায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। তাতে শহীদ হয়েছিলেন ৪১ জন জওয়ান। এবার আগেভাগেই সতর্ক থাকায় বড়সড় নাশকতার ছক রুখে দিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post