ঢাকার হাসপাতালে আগুনে মৃত ৩ করোনা রোগী

বাংলাদেশের ঢাকার একটি হাসপাতালে আগুন লেগে মৃত জনের মধ্যে জনই করোনাভাইরাস আক্রান্ত রোগী ছিলেন। মৃতদের সবাই লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১০টার কিছু আগে লাগা আগুনে জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ একজন নারী ছিলেন। হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটের চারটি ঘরে আগুন ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হাসপাতালের মূল ভবনের পাশে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল। সেখানে কোনও অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। ডাক্তার নার্সরা বেরিয়ে গেলেও রোগীরা বের হতে পারেনি। একতলায় এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ওই হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post