পঙ্গপালের ঝাঁক মধ্যপ্রদেশে, ব্যাপক ক্ষতির মুখে চাষিরা

 
 বিপদের শেষ নেই। কোরনাভাইরাসের লকডাউনের ঠেলায় মাথায় হাত চাষিদের। তারই মধ্যে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ছেয়ে ফেলেচে মধ্যপ্রদেসের খেতখামার। গত ২৭ বছরে এমন বড় বিপদ আর আসেনি। বর্ষা পর্যন্ত চলবে এই উপদ্রব। রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় মাঠের ফসল শেষ করে মরুভূমির পঙ্গপাল এসেচে মধ্যপ্রদেশে। একেবারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্বাচনী কেন্দ্র সেহোরের বুধনিতে। নিমাচ জেলা দিয়ে পঙ্গপাল ঢুকেছে রাজ্যে। এখন সেই ঝাঁক ভোপালের কাছাকাছি। সরকার চাষিদের অনবরত নজর রাখার কথা বলেছে। ঢাকডোল পিটিয়ে থালাবাসন বাজিয়ে. চেঁচিয়ে পঙ্গপাল তাড়ানোর কথা বলেছে তারা। সন্ধের পর পঙ্গপাল বিশ্রাম করে। খেতে ট্রাক্টর, দমকলের গাড়ি থেকে রাসায়নিক ছিটিয়ে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করছে চারটি দল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পঙ্গপাল ঠেকানো না গেলে অন্তত ৮০০০ কোটি টাকার মুগ ডাল নষ্ট হয়ে যাবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post