
শুক্রবার থেকে অন্তর্দেশীয় উড়ানের টিকিট বিক্রি শুরু করল এয়ার ইন্ডিয়া। লকডাউনের মধ্যেই এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আগামী তিনমাস প্রতি সপ্তাহে তারা ৮,৪২৮টি উড়ান চালাবে। ২৫ মে থেকে ২৫ আগস্ট এই ব্যবস্থা চলবে। কেন্দ্রীয় সরকারের ঘোষণামতোই তারা এই সূচি তৈরি করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বিমানভাড়া ঠিক করে দেওয়া হয়েছে। দিল্লি ও মুম্বইয়ের ক্ষেত্রে ৯০ থেকে ১২০ মিনিটে উড়ানের ভাড়া হবে ন্যূনতম ৩৫০০ টাকা। সর্বোচ্চ ভাড়া হবে ১০ হাজার টাকা। পাশাপাশি দেশের বিভিন্ন স্টেশনে যাওয়া আসার জন্য ২৩০টি ট্রেনের সব শ্রেণীর টিকিট বিক্রি শুক্রবার শুরু দিল রেল। অনলাইন ছাড়া স্টেশনের কাউন্টার থেকেও টিকিট বুক করা যাবে। রেল জানিয়েছে, ইতিমধ্যেই ১৩ লাখ লোক টিকিট কেটেছেন। গত ২৫ মার্চ থেকে বিমানের উড়ান বন্ধ করা হয়েছে ভারতে। বিমান চালু করায় খুশি পর্যটন সংস্থা টমাস কুক। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের নিয়ে এই উড়ানে লাভ হবে পর্যটন ব্যবসার। তার ফলে অর্থনৈতিক উন্নতিও সম্ভব হবে। ইতিমধ্যেই পর্যটন সংস্থাগুলি বুকিং শুরু করে দিয়েছে। খোঁজখবর শুরু করে দিয়েছেন পর্যটকরা।
Post a Comment
Thank You for your important feedback