পিছিয়ে যাচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ



অস্ট্রেলিয়ায় আইসিসি টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাচ্ছে। এবছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, মে মাসের শেষে আইসিসি সরকারিভাবে টুর্নামেন্ট পিছোনোর কথা ঘোষণা করবে। আগামী সপ্তাহে সদস্য ক্রিকেট বোর্ডগুলির সঙ্গে আইসিসি ভিডিও কনফারেন্স করবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ। যেসব যাত্রী সেদেশে যাচ্ছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এই অবস্থায় ১৬ টিমের টুর্নামেন্ট করা অসম্ভব। আইসিসি এখন টুর্নামেন্ট পিছিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে করা যায় কিনা তা খতিয়ে দেখছে। ভারতে আইসিসি টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ২০২২ সালে। এই পিছোনোর সুযোগ নিতে পারে আইপিএল। করোনাভাইরাসের ধাক্কায় পিছিয়ে গিয়েছে সেটিও। লকডাউনের মধ্যেই যাবতীয় খেলাধুলো সীমিত আকারে চালু হওয়ায় আশা জাগছে আইপিএল কর্তাদের। ইতিমধ্যেই আগস্টে দক্ষিণ আফ্রিকায় ভারত তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ভাবছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post