
২৫ মে-র পরিবর্তে ২৮ মে বৃহস্পতিবার থেকে কলকাতা বিমানবন্দরে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় ফেরা বিমানযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, অন্য রাজ্য থেকে যাঁরা এখানে নামবেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁদের প্রথমে থার্মাল স্ক্রিনিং হবে। এরপর কারও শরীরে করোনা উপসর্গ থাকে, তাহলে সেখানেই তাঁদের সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। এই পরিস্থিতিতে তাঁকে একেবারেই ছাড়া হবেনা বিমানবন্দরের বাইরে। কারণ নমুনা পরীক্ষার রিপোর্ট আসতে দিন কয়েক সময় লাগতেই পারে। সেই সময় ওই সমস্ত যাত্রীদের কোয়ারেন্টাইন করে রাখার আয়োজন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দরের ভিতরেই তৈরি হয়েছে ঝাঁ-চকচকে কোয়ারেন্টাইন সেন্টার। আপাতত ৪০০টি বেডের ব্য বস্থা হয়েছে সেখানে। পরে দরকার পড়লে আরও বেড দেওয়া হবে। তবে এই কোয়ারেন্টাইন সেন্টারের জন্য কোনও অতিরিক্ত খরচ বহন করতে হবে না বিমানযাত্রীদের। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, পুরনো টার্মিনালের কাছে ৪০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টারটি তৈরি হয়েছে। যার খরচ জুগিয়েছে অসামরিক বিমান মন্ত্রক ও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে।
Post a Comment
Thank You for your important feedback