লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের ফোন করলেন অমিত শাহ

৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। এবার কি পঞ্চম দফার জন্য চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার? সূত্রের খবর, পঞ্চম দফা নিয়ে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের টেলিফোনে মতামত চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রের জানা গিয়েছে, শনিবারের মধ্যে লকডাউন নিয়ে রাজ্যগুলির পরামর্শ চাওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই  লকডাউন বাড়ানোর ব্যাপারে মত দিয়েছেন। কিন্তু আরও ছাড় দেওয়ার আর্জি জানিয়েছেন অর্থনৈতিক কার্যকলাপের জন্য। সকলের পরামর্শই লিখে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্র বা শনিবারের মধ্যে পঞ্চম দফার লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তবে এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে লকডাউন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রথমবার আসরে নামলেন। নিজেই টেলিফোন করলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। জানা যাচ্ছে এবার থেকে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীদের সঙ্গে আর ভিডিও কনফারেন্স নাও করতে পারেন। তাই অমিত শাহকে তিনি দায়িত্ব দিয়েছেন পরবর্তী লকডাউন নিয়ে মতামত চাইতে। এর আগে অভিযোগ উঠছিল, লকডাউনের সময়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের দোহাই দিয়ে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছে কেন্দ্র। তাই সহযোগিতামূলক মনোভাবের বার্তা দিতে এবার নিজেই মুখ্যমন্ত্রীদের টেলিফোন করলেন অমিত শাহ। বিশেষজ্ঞদের মতে, চতুর্থ দফার লকডাউনে অনেক ক্ষেত্রেই ছাড় দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক কার্যকলাপ, আন্তর্জাতিক বিমান, রেলের লোকাল ট্রেন পরিষেবা ও মেট্রোর মতো কয়েকটি বিষয়েই এখন ছাড় নেই। এখন দেখার পঞ্চম দফার লকডাউনে আর কী কী ছাড় দেয় কেন্দ্র। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post