কলকাতায় ফের চালু হল অন্তর্দেশীয় উড়ান

বৃহস্পতিবার থেকে ফের চালু হল কলকাতা বিমানবন্দর। অন্তর্দেশীয় উড়ান মাস বন্ধ ছিল। ২৫ তারিখ থেকে গোটা দেশে অন্তর্দেশীয় উড়ান চালু হলেও আমপান ঘূর্ণিঝড়ের জন্য কলকাতা বাগডোগড়ায় তা শুরু হল এদিন থেকেই। সকাল ৬টা মিনিটে গুয়াহাটির জন্য প্রথম বিমানটি উড়ে যায়। তাতে ছিলেন ৪০ জন যাত্রী। ১২২ জনকে নিয়ে দিল্লি থেকে প্রথম বিমানটি আসে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, যাত্রীদের নিয়ম মেনে সবরকম পরীক্ষা করা হচ্ছে। চলছে স্যানিটাইজেশনও। বৃহস্পতিবার মোট ১০টি উড়ান কলকাতা বিমানবন্দর ছাড়বে। বিমান চলাচল শুরু হচ্ছে বাগডোগরাতেও। কলকাতায় আসা যাত্রীদের জন্য বেশ কয়েকটি নিয়ম জানিয়েছে রাজ্য সরকারা। প্রত্যেককে সেই নিয়ম মেনে শহরে ঢুকতে হবে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post