পাকিস্তানের মাটিতেই আক্তান্ত হিজবুল প্রধান

খোদ পাকিস্তানের মাটিতেই আক্রান্ত হলেন হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিন। অজ্ঞাত পরিচয় আততায়ীরা তাঁকে আক্রমণ করে। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। গত ২৫ মে এই ঘটনা ঘটে। জানা গিয়েচে, এই হামলার পিছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি আইএসএস আর হিজবুলের সালাউদ্দিনের গোলমালা বেঁধেছে। হামলার পর তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরেই সব জঙ্গি সংগঠনের জমায়েত ইউনাইটেড জিহাদ কাউন্সিলের সহ্গে আইএসআইয়ের বিবাদ চলছে। সালাউদ্দিনরে ক্ষোভ, তাদের পাশে আইএসআই নেই। তাদের সদস্যদের যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ, অস্ত্রশস্তর দেওয়া হচ্ছে না। সম্প্রতি দক্ষিণ কাশ্মীরে সংঘর্ষে হিজবুলের শীর্ষ নেতা রিয়াজ নাইকুর মৃত্যুর পর সালাউদ্দিন খোলাখুলি আইএসআইয়ের সমালোচনা করেছিল। পাক অধিকৃত কাষ্মীরে এক বৈঠকে আলোচনার সময় সালাউদ্দিন পাক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সোচ্চার হয়। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post