নিম্নচাপের ঝড়বৃষ্টি চলবে আরও কয়েকদিন

বুধবার সন্ধে থেকে শুরু হওয়া প্রচণ্ড কালবৈশাখীর দাপটে নতুন করে বিপর্যস্ত কলকাতা, দক্ষিণবঙ্গ। আমপানের দাপটের পর ফের বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে, ভেঙেছে ঘরবাড়ি। বিভিন্ন জেলা থেকে আসছে মৃত্যুর খবরও।  বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে বুধবার বছর চল্লিশের  মোহর আলি পাঁচিল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গিয়েছেন। আরও একজনকে গুরুতর জখম অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনগাঁয় বোয়ালদাহ মাঠপাড়া এলাকায় গাছ চাপা পরে মৃত্যু হয়েছে ৪৮ বছরের মান্নান মণ্ডলেরl আবহাওয়া জফতর জানিয়েছে, গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতি শুক্রবার বৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের উপরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কত লক্ষ করছে ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ সারাদিন জনজীবন ব্যাহত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post