
৮ জুন থেকে শুরু হচ্ছে স্পেনের ফুটবল লিগ লা লিগা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ জানিয়েছেন, লকডাউনের মধ্যেই শুরু হবে ফুটবল। শুঘু লা লিগাই নয়, সব বড় খেলাই শুরু হয়ে যাবে। করোনার ধাক্কায় ২ মাসেরও বেশি বন্ধ স্পেনের সব খেলাই। নিজেদের তৈরি রাখতে খেলোয়াড়রা ছোট ছোট দলে ভাগ হয়ে এখন প্র্যাকটিস আরম্ভ করেছেন। এস্পতাহের শেষে ১০ জনকে নিয়ে অনুশীলন করা শুরু হতে পারে। লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস জানিয়েছেন, লা লিগা শুরু হবে ১২ জুন থেকে। লিগের ১১টি খেলা বাকি রয়েছে ক্লাবগুলির। জুলাই মাসের শেষে হবে ফাইনাল। তবে খেলা পুরোটাই হবে বন্ধ দরজার ওপারে। লা লিগার নিয়মবিধি অনুসারে মাঠে থাকতে পারবেন কেবল ১৯৭ জন। ফুটবলারদেরও করোনাভাইরাসের পরীক্ষা দিতে হবে। স্টেডিয়ামে ঢোকার মুখে তাঁদের দেহের তাপমাত্রাও দেখা হবে। ১২ নার্চ বিয়েল মাদ্রিদের এক বাস্কেটবল খেলায়াড়ের সংক্রমণ ধরা পড়ার পর ক্লাবই কোয়ারেন্টাইনে চলে যায়। তবে লা লিগা প্রেসিডেন্ট লিগ শুরু পক্ষেই ছিলেন। তাঁর মতে, না হলে ক্ষতি হবে অন্তত ১০০ কোটি ডলারের। ফ্রান্সের লিগ ১ মাঝপথেই বন্ধ করে সাঁ জের্মেইকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। জার্মানির বুন্দেশলিগা শুরু হয়েছে খালি স্টেডিয়ামে।
Post a Comment
Thank You for your important feedback