
পঞ্চম দফায় লকডাউন বাড়তে পারে আরও ২ সপ্তাহ। এখন যে হারে করোনা ছড়াচ্ছে, তাতে লকডাউন তোলার কোনও সম্ভাবনা দেখছে না সরকার। ৩১ মে তাঁর মন কি বাত অনুষ্ঠানে এই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিনই চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে। বেশকিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরও শিথিল করার কথাও জানাতে পারেন তিনি। সরকারি সূত্রের খবর, পঞ্চম দফার লকডাউনে বিশেষ করে নজর দেওয়া হবে ১১টি শহরের ওপর। দেশের মোট করোনা সংক্রমণের ৭০ ভাগই এই শহরগুলিতে। ১ জুন থেকে শুরু হবে ১৪ দিনের লকডাউন। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, আমেদাবাদ, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, জয়পুর, সুরাতে বিশেষ জোর দেওয়া হবে। এর মধ্য়ে দিল্লি, পুনে, মুম্বই ও কলকাতায় সংক্রমণ ১ লাখ ৫১ হাজার করোনা আক্রান্তের ৬০ শতাংশ। এর আগে কেন্দ্র ৩০টি পুরএলাকাকে আলাদাভাবে চিহ্নিত করেছিল যেখানে ৮০ ভাগ সংক্রমণ হয়েছে। জানা গিয়েচে, কিছু শর্তসাপেক্ষে খোলা হতে পারে ধর্মীয় স্থানগুলিকে। তবে ধর্মীয় সমাবেশ, মেলা করা যাবে না। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে যেতে হবে মাস্ক পরে, কোনও জমায়েত না করে। খোলা হতে পারে জিমনাসিয়ামও। তবে শপিং মল, সিনেমা হল, স্কুলকলেজ, সামাজিক অনুষ্ঠান বন্ধই থাকছে।
Post a Comment
Thank You for your important feedback