
লকডাউনে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে বুধবার দ্বিতীয় বিমান নামল কলকাতায়। ওই বিশেষ বিমান অবতরণ করার পরই কলকাতা বিমানবন্দরে তুমুল হই হট্টগোল তৈরি হল। কারণ বাংলাদেশ থেকে ফেরা ভারতীয়দের কোয়ারেন্টাইনে থাকার জন্য হোটেলে যেতে বলা হয় বেশিরভাগ যাত্রীদের। এই নিয়েই বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন সিংহভাগ বিমানযাত্রী। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১২টা নাগাদ ঢাকা থেকে কলকাতা নামে ‘বন্দে ভারত মিশনে’ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। বাংলাদেশে আটকে পড়া ২৬৯ জন এই বিমানে কলকাতা ফেরেন। এরপরই সকল বিমানযাত্রীকে শহরের পাঁচ বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এতেই খেপে যান যাত্রীরা। কারণ এই বিমানে ফেরা বেশিরভাগই শ্রমিক ও পড়ুয়া। তাঁদের দাবি ছিল, বাংলাদেশে লকডাউনের মধ্যে বেশিরভাগ দিনই অর্ধাহারে বা অনাহারে দিন কাটিয়েছেন। পকেটে পয়সাই নেই বেশিরভাগ যাত্রীর। এই পরিস্থিতিতে এত টাকা দিয়ে তাঁরা কীভাবে হোটেলে থাকবেন? প্রশ্ন তোলেন বাংলাদেশ ফেরত ভারতীয়রা। জানা যাচ্ছে, যে সমস্ত হোটেলের তালিকা তাঁদের দেওয়া হয়েছে, সেগুলির সাপ্তাহিক ভাড়া প্রায় ৫০-৬০ হাজার টাকা। আর এই নিয়েই বাধে বচসা। এক যাত্রীর কথায়, আমাদের খাবার টাকা নেই। সেখানে কীভাবে হোটেলে থাকব? সরকারকেই ভাবতে হবে আমাদের জন্য। না হলে আমাদের জেলায় ফেরানো হোক। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Post a Comment
Thank You for your important feedback