
জমি বিক্রি করে গাড়ি কিনে দিতে হবে বলে আবদার ছেলের। না দেওয়াতে বাবাকেই এলোপাতাড়ি কোপ ছেলের। ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাবড়া থানার আয়রা স্কুল মাঠ এলাকার। আহত অবস্থায় বৃদ্ধ বাবা এখন আরজি কর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ছেলে সুরজিৎ সরকার মাঝেমাঝেই নেশা করে মা বাবার উপর অত্যাচার করে বলে অভিযোগ। শুক্রবার রাতেও সে জমি বিক্রি করে চারচাকা গাড়ি কিনে দেওয়ার আবদার করে। এই নিয়ে তাঁর বাবা কার্তিক সরকার আপত্তি জানায়। ফলে শুরু হয় বাবা-ছেলের বচসা।
জমি বিক্রি করে গাড়ি কিনে দিতে হবে বলে আবদার ছেলের। না দেওয়াতে বাবাকেই এলোপাতাড়ি কোপ ছেলের। ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাবড়া থানার আয়রা স্কুল মাঠ এলাকার। আহত অবস্থায় বৃদ্ধ বাবা এখন আরজি কর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ছেলে সুরজিৎ সরকার মাঝেমাঝেই নেশা করে মা বাবার উপর অত্যাচার করে বলে অভিযোগ। শুক্রবার রাতেও সে জমি বিক্রি করে চারচাকা গাড়ি কিনে দেওয়ার আবদার করে। এই নিয়ে তাঁর বাবা কার্তিক সরকার আপত্তি জানায়। ফলে শুরু হয় বাবা-ছেলের বচসা।

এরপরই অশান্তি চরম অশান্তি শুরু হলে ঘরে থাকা বটি দিয়ে বাবার মাথা, ঘাড় ও গলায় এলোপাতাড়ি কোপ বসিয়ে দেয় ছেলে। মায়ের চিৎকার চেচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই গুরুতর আহত কার্তিক সরকারকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শুক্রবার রাতেই ছেলে সুরজিৎ সরকারকে হাবড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছে সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলেকে অনেক কষ্টে বাবা গাড়ি কিনে দিয়েছিলেন কার্তিকবাবু। কিন্তু সুরজিৎ নেশা করে সেটাও হারিয়েছে বলে দাবি প্রতিবেশীদের। ঋণের টাকা না দেওয়ায় সেই গাড়িটি বাজেয়াপ্ত করে ব্যাঙ্ক। এবার ফের বাবাকে জমিজমা বিক্রি করে চারচাকা গাড়ি কিনে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে সুরজিৎ। কিন্তু আবার গাড়ি কেনার টাকা দিতে অস্বীকার করায় বাবাকেই বটি দিয়ে কোপায় গুণধর ছেলে।
Very Nice Blog Post
ReplyDeletePost a Comment
Thank You for your important feedback