অসমে ভয়াবহ ভূমিধস, মৃত কমপক্ষে ২০


অসমে ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ২০ জন। মঙ্গলবারের ঘটনা। মৃতেরা প্রধানত দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিনটি জেলার নানা জায়গার বাসিন্দা। আহত হয়েছেন আরও অনেক। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ত্রাণের দল। জানা গিয়েছে, কাছাড়ের লখিপুরে সাতজন, হাইলাকান্দিতে সাতজন ও করিমগঞ্জে ছজন মারা গিয়েছেন। গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে চলছে ব্যাপক বৃষ্টিপাত। ইতিমধ্যেই ব্যাপক এলাকা বন্যায় প্লাবিত। ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লাখ ৭২ হাজার মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া। নগাঁও ও হোজাইয়ের ক্ষতিও ব্যাপক। বন্যায় মারা গিয়েছেন ৬ জন। জলে ডুবেছে ৩৪৮টি গ্রাম। নষ্ট হয়েছে ২৭ হাজার হেক্টর জমির ফসল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post