করোনার থাবা কামাখ্যায়, বাতিল আম্বুবাচী মেলা


করোনা সংক্রমণের ভয়ে আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ অসমের বিখ্যাত কামাখ্যা মন্দির। পাশাপাশি দীর্ঘ ঐতিহ্যে ছেদ দিয়ে এবছর বাতিল করা হল অম্বুবাচী মেলাও। যদিও কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক আগামী ৮ জুন থেকে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল। কিন্তু ভক্তদের জীবনের ঝুঁকি নিয়ে মন্দিরে জমায়েত করতে নারাজ কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ। তাই সংক্রমণের ভয়ে মন্দির বন্ধ রাখায় এবছর বাতিল হল অম্বুবাচী মেলাও। উল্লেখ্য, অম্বুবাচী মেলা উপলক্ষে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কামাখ্যা মন্দিরে। এই বছরে অম্বুবাচি পড়েছে ২২ জুন থেকে ২৬ জুন। তাই অতিরিক্ত জমায়েত এড়াতে আগে ভাগেই ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হল কামাখ্যা মন্দির। ‘মা কামাখ্যা দেবালয়’ কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণের আশঙ্কায় কামাখ্যায় মহোৎসব হবে না। কোনও তীর্থযাত্রী, সাধুসন্ন্যাসী যাতে সেই উৎসবের জন্য কামাখ্যায় না যান তার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সামান্য কিছু ধর্মীয় আচরণ বিধি মেনেই মন্দিরে পুজো হবে। সেখানে বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র পুরোহিত ও মন্দির কর্তৃপক্ষ সেখানে উপস্থিত থাকবেন।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post