বিক্ষোভ ঠেকাতে সেনা নামানোর হুমকি ট্রাম্পের


বিক্ষোভে বেসামাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেনা নামানোর হুমকি দিয়েছেন। শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকে গোটা আমেরিকাই বিক্ষোভে জ্বলছে। বহু দশক এমন প্রতিবাদ বিক্ষোভ দেখেনি আমেরিকা। অন্তত ১৪০টি শহরে তা ছড়িয়ে পড়েছে। সোমবার রাতেও হোয়াইট হাউসের বাইরে প্রবল বিক্ষোভ হয়েছে। জ্বলেছে দুটি গাড়ি। তারপরই কার্ফু জারি হয়েছে ওয়াশিংটনে। আহত হয়েছেন ১১ পুলিশ অফিসার, সাদা পোষাকের ৬০ জনেরও বেশি পুলিশকর্মী, গ্রেফতার ১৭ জন। ট্রাম্প রাতেই হুঁশিয়ার দিয়ে বলেছেন, হোয়াইট হাউসের বেড়া ভাঙার চেষ্টা করলে তিনি কুকুর লেলিয়ে দেবেন। অন্যদিকে, জর্জ ফ্লয়েডের হত্যার ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, এটা হত্যাকাণ্ড। ৪৬ বছরের জর্জ ঘাড়ে প্রবল চাপের ফলে নিঃশ্বাস রুদ্ধ হয়ে মারা গিয়েছেন। এরপরই ক্ষোভ বাড়ছে আরও। ট্রাম্পের হুঁশিয়ারি, নাগরিকদের বাঁচাতে তিনি সবরকম শক্তি নিয়োগ করবেন। আইনের শাসন নিশ্চিত করবেন। রাজ্যগুলি ব্যর্থ হলে নামবে মিলিটারি। তাঁর মতে, এসবই পেশাদার নৈরাজ্যবাদী, হিংসাত্মক লোকজন, লুটেরা, অপরাধী, অ্যান্টি ফাসিস্তদের কাজ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post