আক্রান্তের সংখ্যা ২ লাখ ছুঁতে চলল, দেশে মৃত ৫,৫৯৮


একদিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল ৮,১৭১ জন, মৃত বাড়ল ২০৪ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ ছুঁতে চলেছে। সোমবার তা ছিল ১,৯৮,৭০৬। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫৯৮ জন। দেশজুড়েই করোনার সংক্রমণের মধ্যে উদ্বেগের বিষয়, যেসব রাজ্যে আগে করোনার সংক্রমণ কম ছিল, সেখানেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ত্রিপুরায় নতুন সংক্রমণ হয়েছে ১০২ জনের, মোট আক্রান্ত ৪২৩। মিজোরামেও ১২ জনের করোনা ধরা পড়েছে। অন্যদিকে, এপর্যন্ত মুম্বই পুলিশের ১,৫০৮ জন সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে ২২৭ জন অফিসার, ১২৮১ জন অধস্তন কর্মী। এছাড়াও মুম্বইয়ে কর্মরত এসআরপিএফের ৭৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। সোমবার মারা গিয়েছেন একজন। এনিয়ে মোট মৃত দাঁড়াল ১৭ জন। ঝাড়খণ্ডেও ৫১ জনের সংক্রমণের খবর এসেছে। মোট আক্রান্ত সেখানে ৬৬১। এরইমধ্য়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা তার শক্তি হারাচ্ছে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। করোনা শক্তিহীন হয়ে পড়েছে বলে ইতালির এক ডাক্তারের তত্ত্ব তারা উড়িয়ে দিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post