
করোনার অব্যাহত প্রকোপের মধ্যেই নতুন বিপদের মুখে মহারাষ্ট্র, গুজরাত। বুধবার মুম্বইয়ের কাছাকাছি আছড়ে পড়তে চলেছে ১২৫ কিলোমিটার গতিবেগের ঘূর্ণিঝড় নিসর্গ। ১৮৮২ সালের পর এই প্রথম মুম্বইয়ে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় তা অতি প্রবল ঘূর্ণঝড়ে পরিণত হবে। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে মুম্বই ও তার আশপাশের এলাকায়। এখন সেটি মুম্বইয়ের ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে। গোয়ার পাঞ্জিম থেকে তার দূরত্ব ২৮০ কিলোমিটার। বুধবার বিকেলে মহারাষ্ট্রের হরিহরেশ্বর এবং দমনে উপকূলে মাটি স্পর্শ করবে নিসর্গ। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩১টি টিম মহারাষ্ট্র ও গুজরাতে তৈরি রাখা হয়েছে। দুই রাজ্যেই উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। বলা হয়েছে, প্রবল জলোচ্ছ্বাসে ভাসবে মুম্বই, থানে ও রায়গড়ের উপকূল এলাকাগুলি। করোনা মোকাবিলায় কার্যত বিধ্বস্ত দুই রাজ্যে নতুন মাথাব্যথা হয়ে উঠেছে এই নিসর্গ।
Post a Comment
Thank You for your important feedback