করোনা সংক্রমণে বিশ্বে দু ধাপ এগিয়ে ভারত এখন সাত নম্বরে। এখন ভারতের স্থান ইতালির এক ধাপ নীচে. ফ্রন্সের এক ধাপ উপরে। দেশে করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ১,৯০,৫৩৫। মৃত্যু একদিনে বেড়েছে ১৯৩, মোট মৃত ৮,৩৯২। রবিবারও সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, সুস্থ হওয়ার শতাংশ হার ৪৭.৭৬। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৯৯ জন, দিল্লিতে ১৮, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ৯ জন করে, ফশ্চিমবঙ্গে ৭, তামিলনড়াু ও তেলেঙ্গানায় ৬ জন করে, বিহারে ৫, উত্তরপ্রদেশে ৩, পাঞ্জাবে ২ ও হরিয়ানা, কেরলে ১ জন করে মারা গিয়েছেন। মহারাষ্ট্রে মোট মৃত ২,১৯৭, গুজরাতে ১,০০৭, দিল্লিতে ৪১৬ জন মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, মৃতদের ৭০ ভাগেরই কো-মর্বিডিটি ছিল।
করোনা সংক্রমণে বিশ্বে দু ধাপ এগিয়ে ভারত এখন সাত নম্বরে। এখন ভারতের স্থান ইতালির এক ধাপ নীচে. ফ্রন্সের এক ধাপ উপরে। দেশে করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ১,৯০,৫৩৫। মৃত্যু একদিনে বেড়েছে ১৯৩, মোট মৃত ৮,৩৯২। রবিবারও সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, সুস্থ হওয়ার শতাংশ হার ৪৭.৭৬। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৯৯ জন, দিল্লিতে ১৮, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ৯ জন করে, ফশ্চিমবঙ্গে ৭, তামিলনড়াু ও তেলেঙ্গানায় ৬ জন করে, বিহারে ৫, উত্তরপ্রদেশে ৩, পাঞ্জাবে ২ ও হরিয়ানা, কেরলে ১ জন করে মারা গিয়েছেন। মহারাষ্ট্রে মোট মৃত ২,১৯৭, গুজরাতে ১,০০৭, দিল্লিতে ৪১৬ জন মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, মৃতদের ৭০ ভাগেরই কো-মর্বিডিটি ছিল।
Post a Comment
Thank You for your important feedback